Stock Market Journal

খুলনা পাওয়ারের পরিচালনা পর্ষদকে বিএসইসি’র তলব

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতে কোম্পানি খুলনা পাওয়ার লিমিটেডের দুটি পাওয়ার প্লান্টের বিদ্যুৎ বিক্রির চুক্তির মেয়াদ চলতি বছরের মে মাসে শেষ হবে। কোম্পানিটির এ দুটি চুক্তি নবায়নের বিষয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। তাই, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির ভবিষ্যৎ ব্যাবসায়িক কর্মপরিকল্পনা জানতে চেয়ে  তাদের পরিচালনা পর্ষদকে তলব করেছে।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ সকল পরিচালকদের আগামী মঙ্গলবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বিএসইসির কার্যালয়ে ডাকা হয়েছে।

জানা যায়, বৈঠকে কোম্পানিটির ব্যাবসায়িক কর্মকাণ্ডের ভবিষ্যৎ কমপরিকল্পনা লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে। এছাড়া ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে কোম্পানিটির যদি কোনো ভবিষ্যৎ ব্যাবসায়িক কর্মপরিকল্পনা না থাকে, তাহলে কিভাবে কোম্পানিটির অবসায়ন করা হবে- সে বিষয়টিও জানতে চেয়েছে বিএসইসি।

উল্লেখ্য, গত ১৫ মার্চ বিএসইসির সঙ্গে ব্যবসায়িক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেছে খুলনা পাওয়ার কোম্পানি। ওই বৈঠকের আলাকেই কোম্পানিটির পরিচালনা পর্ষদের ভবিষ্যৎ ব্যাবসায়িক কর্মপরিকল্পনা জানতে বিএসইসিতে তলব করা হয়েছে।

এসএমজে/২৪/মি