Stock Market Journal

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে বস্ত্র খাত

এসএমজে ডেস্ক:

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে খাতভিত্তিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ডিএসইতে মোট লেনদেনের ১৩.৫ শতাংশ অবদান রয়েছে এই খাতের। বস্ত্র খাতে মোট লেনদেন হয়েছে ৩৪ কোটি ৯৪ লাখ টাকা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

দ্বিতীয় অবস্থানে রয়েছে সাধারণ বীমা খাত। ডিএসইর লেনদেনে অবদান রয়েছে ১২.৪ শতাংশ এবং মোট লেনদেন হয়েছে ৩১ কোটি ৯২ লাখ টাকা।

তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। ডিএসইর লেনদেনে অবদান রয়েছে ১১.৬ শতাংশ এবং মোট লেনদেন হয়েছে ২৯ কোটি ৯৬ লাখ টাকা।

খাতভিত্তিক লেনদেনের তথ্য নিচে ছকে তুলে ধরা হলো:

খাতের নাম ডিএসইর লেনদেনে অবদান মোট লেনদেন
বস্ত্র ১৩.৫% ৩৪ কোটি ৯৪ লাখ
সাধারণ বীমা ১২.৪% ৩১ কোটি ৯২ লাখ
ওষুধ ও রসায়ন ১১.৬% ২৯ কোটি ৯৬ লাখ
প্রকৌশল ১১.৪% ২৯ কোটি ৪৬ লাখ
ব্যাংক ৭.৭% ১৯ কোটি ৮৩ লাখ
জ্বালানি ও বিদ্যুৎ ৭.৬% ১৯ কোটি ৭১ লাখ
তথ্য প্রযুক্তি ৫.৩% ১৩ কোটি ৭১ লাখ
জীবন বিমা ৫.২% ১৩ কোটি ৫১ লাখ
খাদ্য ও অনুসাঙ্গিক ৪.৭% ১২ কোটি ১৫ লাখ
আর্থিক প্রতিষ্ঠান ৩.৬% ৯ কোটি ২৮ লাখ
সিরামিক ২.৬% ৬ কোটি ৬১ লাখ
টেলিযোগাযোগ ২.১% ৫ কোটি ৩৬ লাখ
মিউচ্যুয়াল ফান্ড ১.৯% ৪ কোটি ৯৩ লাখ
চামড়া শিল্প ১.৮% ৪ কোটি ৬১ লাখ
সিমেন্ট ১.৩% ৩ কোটি ৩৯ লাখ
পাট শিল্প ১.১% ২ কোটি ৮০ লাখ
কাগজ ও মুদ্রণ ০.৭% ১ কোটি ৮৯ লাখ
ভ্রমণ ও পর্যটন ০.৫% ১ কোটি ২৫ লাখ
সেবা ও আবাসন ০.৪% ৯৬ লাখ

এসএমজে/২৪/বা