Stock Market Journal

খসড়া প্রসপেক্টাস অনুমোদন পেল সিডব্লিউটি গ্রোথ ফান্ড

নিজস্ব প্রতিবেদক:

সিডব্লিউটি সাধারণ বীমা গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে  নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত বুধবার (১০ জুন) অনুষ্ঠিত বিএসইসির কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ ১ কোটি টাকা এবং সকল বিনিয়োগকারীদের জন্য ৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে।ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির উদ্যোক্তা সাধারণ বীমা কর্পোরেশন ও সম্পদ ব্যবস্থাপক সিডব্লিউটি এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড। সূত্র: বিএসইসি

এসএমজে/২৪/মি