Stock Market Journal

ক্ষতি কাটিয়ে উঠতে সচেষ্ট আন্তর্জাতিক পুঁজিবাজার

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে ধরা পড়ে করোনাভাইরাস বা কোভিড ১৯ রোগ। এরপর থেকে রোগটি মহামারি আকারে বিশ্বব্যাপি ছড়িয়ে পড়ে এবং দেশে দেশে হাজার হাজার প্রাণহানি ঘটে। যা আজ অবধি অব্যাহত। এর পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপি অর্থনীতিতে ধস নামে। যার রেষ ধরে আন্তর্জাতিক পুঁজিবাজারগুলো সূচক হারাতে থাকে। বড় বড় কোম্পানির শেয়ারের দরপতন হতে থাকে।  এসময় বাংলাদেশের পুঁজিবাজারেও বড় বড় ধসের ঘটনা ঘটে। তবে আমাদের পুঁজিবাজার করোনার প্রভাবের বহু আগে থেকেই পতনে ছিল। বলা যায় প্রায় একদশক ধরেই বাজারে একের পর এক ধস নামছে।
এদিকে আমরা দেখছি আন্তর্জাতিক বাজারে করোনার প্রভাবে দরপতন চললেও ক্ষতি কাটিয়ে ওঠার বিষয়ে বিভিন্ন ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।  এসময় আমাদের পুঁজিবাজারে লেনেদন বন্ধ রয়েছে। ফলে আমরা দেখতে পাই অনেক দিক থেকেই আন্তর্জাতিক পুঁজিবাজারের সঙ্গে আমাদের মিল নেই।

পৃথিবীর বিভিন্ন দেশে যখনই পুঁজিবাজারে বড় ধরনের সংকট তৈরি হচ্ছে তখনই তারা সেটি সমাধানের জন্য ঝাপিয়ে পড়ছে। এতে ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে পুঁজিবাজার। এটি আমাদের জন্য লক্ষ্যণীয় হতে পারে। আমরা শিখতে পারি কী করে পুঁজিবাজারের সংকট কাটিয়ে উঠতে হয়।