Stock Market Journal

কোম্পানির চেয়ারম্যান-এমডিকে তলব করা যেনো লোক দেখানো না হয়

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪টি কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কোম্পানি সচিবকে তলব করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।সর্বশেষ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করার পরও তা বিতরণ না করায় কোম্পানিগুলোকে বিএসইসিতে তলব করা হয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়।

সর্বশেষ হিসাব বছরে এই ১৪ কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করে। কিন্তু লভ্যাংশ ঘোষণা করার পর নির্ধারিত সময়ের মধ্যে কোম্পানিগুলো তা শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করেনি। ফলে গত ২৬ সেপ্টেম্বর থেকে কোম্পানিগুলোকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

তবে সম্প্রতি কিছু কোম্পানি ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদান করার কারণে ‘জেড’ ক্যাটাগরি থেকে উন্নীত করা হয়েছে।

এখন বিষয়টি কতটা শক্তভাবে ধরা হবে, সেটি দেখার বিষয়। এ ক্ষেত্রে বিএসইসি কতটা কর্যকর সিদ্ধান্ত নিতে পারবে তার ওপর নির্ভর করছে এই তলবের তাৎপর্য। কারণ এ ধরনের পদক্ষে যদি লোক দেখানো হয়, তাতে কোনো কাজ হবে না। বরং যেই লাউ সেই কদুই থেকে যাবে। এ কারণে বিএসইসিকে বিষয়টি শক্ত হাতে ধরতে হবে।