Stock Market Journal

কোম্পানির অবস্থা অনুযায়ী শেয়ারের ফেসভ্যালু হওয়া প্রয়োজন

কিছু একটা অর্জন হয়ে গেলেই শেষ নয়, অর্জন ধরে রাখতেও হয়। পুঁজিবাজারের উন্নয়নের কথা বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে। আসলে উন্নয়নটা কী? সূচক আর লেনদেন বাড়লেই কি পুঁজিবাজারের উন্নয়ন হয়ে যায়? বা সাময়িকভাবে বাজারে কিছুটা স্থিতিশীলতা এলেই কি উন্নয়ন হয়ে যায়? বিষয়টি আসলে এমন নয়। আর উন্নয়ন হলেও সেটি ধরে রাখতে হয়। না হলে যে কোনো বাস্তবতায় আবার সেটি টেকসই না-ও হতে পারে। পুঁজিবাজারের উন্নয়নের ক্ষেত্রে বেশ কিছু বাধা রয়েছে। তার একটি হচ্ছে সব কোম্পানির শেয়ারের একই ফেসভ্যালু। এটি পরিবর্তন দরকার।

সব কোম্পানির শেয়ারের একই ফেসভ্যালু কী করে হয়? পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির অবস্থা এক রকম নয়। আর্থিক ও অবকাঠামোগত তফাত রয়েছে। তাই সেই রকমফের অনুযায়ী শেয়ারের ফেসভ্যালু থাকা দরকার। এটি না হলে বিনিয়োগকরীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। কারণ মুড়ি-মুড়কির একই দাম হয়ে যায়।

যদি সত্যিকার অর্থেই পুঁজিবাজারের উন্নতি করতে হয়, এ বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। যত তাড়াতাড়ি এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যায়, ততই মঙ্গল।