Stock Market Journal

কারণ ছাড়াই বাড়ছে রবি’র শেয়ার দর, ডিএস’র সতর্কবার্তা

এসএমজে ডেস্ক:

কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিকভাবে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রবি আজিয়াটার শেয়ার দর বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ।

জানা যায়, সবচেয়ে কম শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) নিয়ে বাজারের তালিকভুক্ত হওয়া রবি’র শেয়ার প্রতিদিন সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় গিয়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়ে পড়ে।

আরো জানা যায়, অস্বাভাবিক দর বৃদ্ধির কারন জানতে চাইলে ডিএসইর জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানায় সাম্প্রতিক অস্বাভাকি দর বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।

ব্যবসায় দূর্বল এ কোম্পানিটির শেয়ার লেনদেনের শুরুতেই ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আর এখন অতিমাত্রায় ঝুকিঁপূর্ণ অবস্থায় চলে আসা কোম্পানিটির পিই দাড়িঁয়েছে ১০৭.৭০-এ। যেখানে ঝুঁকিপূর্ণ বিবেচনায় ৪০ পিই’র শেয়ারেই মার্জিন ঋণ বন্ধ করে দেওয়া আছে।

উল্লেখ্য, সদ্য লেনদেন শুরু হওয়া রবি আজিয়াটার শেয়ার দর ১৫ টাকা থেকে গতকাল পর্যন্ত ৩৫ টাকা ৯০ পয়সা দাড়ায়। অর্থাৎ মাত্র ৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২০ টাকা ৯০ পয়সা। আজও ৩৯ টাকা ৪০ পয়সায় হল্টেড হয়েছে কোম্পানিটি।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/মি