Stock Market Journal

কে অ্যান্ড কিউর লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:

বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড। আজ বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর হোটেল সুন্দরবনে সকাল সাড়ে ১০টায় কোম্পানিটির ৩৫তম এজিএম অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির পরিচালনা পর্ষদের সুপারিশ করা লভ্যাংশ ৭.৫ শতাংশ নগদ লভ্যাংশ সাধারণ বিনিয়োগকারীদের সর্বসম্মতিতে চূড়ান্ত অনুমোদন পায়।

গত বছর কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এবছর ৭.৫ শতাংশ বোনাস শেয়ার দেয়ায় বিনিয়োগকারীরা অনেক খুশি। এজিএম শেষে এক বিনিয়োগকারী এসএমজে২৪ ডটকমকে বলেন- কোম্পানিটি ডিভিডেন্ডের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে এবং আমাদের আশানুরুপ নগদ লভ্যাংশ দিয়েছে তাই আমরা অনেক আনন্দিত। ডিভিডেন্ডের এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তারা।

এতে সভাপতিত্ব করেন কোম্পানির স্বাধীন পরিচালক এ.কে.এম রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক তাবিথ আউয়াল, তাজওয়ার এম. আউয়াল। কোম্পানির সচিব সুইটি আক্তার, স্বাধীন পরিচালক বিগ্রে. জেনা. এ.এম.এম. ওয়াজেদ ঠাকুর (অব:), আইসিবি’র মনোনিত পরিচালক তারেক নিজামুদ্দিন আহমেদসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিনিয়োগকারীরা।

এসএমজে/২৪/বা