Stock Market Journal

কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা জারি: ব্যাংকিং বুথের বদলে উপ-শাখা

এসএমজে ডেস্ক:

এখন থেকে ব্যাংকিং বুথের ব্যবসা স্থল উপ-শাখা নামে পরিগণিত হবে। গতকাল ৩ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহা ব্যবস্থাপক মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকসমূহের ব্যবসা কেন্দ্র স্থাপন সংক্রান্ত বিআরপিডি সার্কুলার লেটার নং-২৮, তারিখ-২৭ ডিসেম্বর ২০১৮ এর প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। ওই সার্কুলার লেটারের মাধ্যমে বাংলাদেশে ব্যাংক ব্যবসার প্রসার, ব্যাংকিং-সুবিধা বঞ্চিত জনগণের নিকট ব্যাংকিং সেবা পৌঁছে দেয়া এবং স্বল্প-ব্যয়ী ব্যাংকিং সেবা আউটলেট এর মাধ্যমে অধিকতর আর্থিক সেবাভুক্তির লক্ষ্যে ব্যাংকের ব্যবসা কেন্দ্রের মধ্যে “ব্যাংকিং বুথ” অন্তর্ভুক্ত করা হয়।

“ব্যাংকিং বুথ” এর কর্মপরিধি ও পরিপালন পদ্ধতি বিবেনায় এবং ব্যাংকিং বুথের কার্যক্রম ও সেবার পরিধি জনসাধারণের নিকট অধিকতর স্পষ্ট করার প্রয়াসে এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, “ব্যাংকিং বুথ” নামের ব্যবসা কেন্দ্রসমূহ “উপশাখা” নামে পরিগণিত হবে। এ প্রেক্ষিতে উক্ত সার্কুলার লেটারে উল্লেখিত “ব্যাংকিং বুথ” শব্দগুচ্ছ এবং “ব্যাংকিং বুথ” বুঝাতে ব্যবহৃত সকল শব্দ/শব্দগুচ্ছ “উপশাখা” শব্দ দ্বারা প্রতিস্থাপিত হবে। এতদ্ব্যতীত
সার্কুলার লেটারে বর্ণিত অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

এসএমজে/২৪/বা