Stock Market Journal

কৃত্রিম সংকট থেকে পুঁজিবাজারকে নিরাপদ রাখা প্রয়োজন

দেশের পুঁজিবাজারে কৃত্রিম সংকট তৈরির জন্য কতিপয় চক্র সব সময়ই চেষ্টা করে। এর মধ্য দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার জন্য মরিয়া থাকে ওইসব চক্র। এটি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এবং কর্তৃপক্ষের অজানা নয়। তারপরও এ ধরনের ঘটনা ঘটে। এ কারণে সংশ্লিষ্টদের হুঁশে থাকা প্রয়োজন। তা নাহলে বাজারে স্থিতিশীলতা ফিরবে না।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) যদি আন্তরিকভাবে তৎপর হয় তাহলে সব ধরনের কৃত্রিম সংকট থেকে পুঁজিবাজারকে মুক্ত করা সম্ভব। কারসাজি চক্রের তৎপরতা বন্ধ করার পাশাপাশি যদি কোম্পনিগুলোকে নিয়ম মানতে বাধ্য করা যায়, তাহলে পুঁজিবাজার শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারবে। সম্প্রতি একটি কোম্পানির আইপিও অনুমোদন নিয়ে প্রশ্ন উঠেছে। অতীতেও এমন ছিল। কথা হচ্ছে এসব প্রশ্ন কতটা আমলে নিতে পেরেছেন সংশ্লিষ্টরা। বর্তমান কমিশনও মনে করে আগে অনেক ভুলভাল আইপিও অনুমোদন পেয়েছে। তারা সে পথে হাঁটবেন না। তাদের এই বক্তব্যে আমরা আশা রাখতে চাই। দেখতে চাই কথায় নয়, কাজে ফল আসুক। যাতে পুঁজিবাজার স্বচ্ছ হয়ে উঠতে পারে।