Stock Market Journal

কিসের পিঠে চলেছে পুঁজিবাজার!

দেশের অরাজক ও নেতিবাচক অবস্থায় কবি শামসুর রাহমান লিখেছিলেন- ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’। দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থাও অনেকটা তাই। কবির এই পঙক্তি বর্তমান পুঁজিবাজারের বেলায়ও যেনো মানিয়ে যায়। উটটের পিঠে না হলেও কিছু একটার পিঠে তো চড়ে বসেছে পুঁজিবাজার। আর সেই কিছু একটা যে ‘উদ্ভট’- এটি বোঝার বাকি নেই। দীর্ঘ ৯ বছর ধরে পুঁজিবাজারে অরাজক অবস্থা। আর দশটা দেশে বাজার যেভাবে চলে, আমাদেরটা সেভাবে চলছে না। অনিয়ম, কারসাজি, সিদ্ধান্তহীনতা, বাস্তবসম্মত পদক্ষেপের অভাব যেনো পুঁজিবাজারকে ধুঁকে-ধুঁকে শেষ করে দিচ্ছে। কিন্তু এর থেকে বের হয়ে আসার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।

এই দীর্ঘ সময় ধরে বাজার বিশ্লেষকরা বলে আসছেন জবরদস্তি করে সূচক কিংবা লেনদেন স্বাভাবিক করা যাবে না। একে নিজস্ব গতিতে চলার মতো সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। ‘সূচক এতো পয়েন্টে দেখতে চাই, কিংবা লেনদেন এতো হাজার কোটি চাই’। এভাবে হয় না। পূর্ব সিদ্ধান্ত মেনে পুঁজিবাজার চলতে পারে না। এটি চলবে অর্থনীতি, তালিকাভুক্ত কোম্পানিরগুলোর অবস্থা, দেশ-বিদেশের রাজনৈতিক স্থিতিশীলতার গিতিবিধি মেনে। কিন্তু হুকুমজারি করে নয়। এই বিষয়গুলোই আমাদের সবার আগে বুঝা দরকার। বর্তমান পুঁজিবাজার কীসের পিঠে চলেছে আমরা সেখানেই পরিস্কার নই। যারা সাধারণ বিনিয়োগকারী তারাও বিভ্রান্ত। দেখা যাচ্ছে কোনো ধরনের কারণ ছাড়াই হাজার-হাজার পয়েন্ট সূচক নাই হয়ে যাচ্ছে, শত-শত কোম্পানির শেয়ারের  দরপতন হচ্ছে। এটি উদ্ভট ছাড়া কিছু নয়। সুতরাং পুঁজিবাজারের যারা নিয়ন্ত্রক, যাদের কাছে ক্ষমতা, তাদেরই দায়িত্ব সবকিছু ঠিক করা। লাখ লাখ মানুষ সে সুদিনের অপেক্ষায় রয়েছে।