Stock Market Journal

কিট উৎপাদনের অনুমোদন পেয়েছে এএফসি অ্যাগ্রো

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে ইমার্জেন্সি ইউজ অর্থোরাইজেশন ছাড়পত্র পেয়েছে। কোম্পানিটি দুইটি কিট উৎপাদনের জন্য এই ছাড়পত্র পেয়েছে।

কোম্পানিটি গত ৯ ফেব্রুয়ারি এই ছাড়পত্র পেয়েছে। এএফসি অ্যাগ্রো দুইটি কিটস উৎপাদন করবে। ১. এএফসি ডিটেক nCoV RT-PCR কিট এবং ২. এএফসি AFCPrep Viral RNA Extraction কিট।

খুব শিগগিরই কিট দুইটি উৎপাদন শুরু করবে এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/রা