শেয়ারবাজারে লুটতরাজ চলছে। এটি২০১০ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত এক প্রকার তাৎপর্য থাকলেও ৫ আগস্টের পর নতুন আশা জাগাতে পারত। বিশেষ করে বিনিয়োগকারীরা ভেবেছিলেন আওয়ামী লীগের আমলে যে লুটপাট হয়েছে, সবকিছু পুষিয়ে আমরা লাভের দিকে যাবো। বিরাট পরিবর্তন হবে, এটাই আশা ছিল। সেটাই হচ্ছিল। তিন দিন বাজার ভালো ছিল। কিন্তু তারপর নিয়ন্ত্রক সংস্থায় নতুন লোকদের দায়িত্ব দেওয়া হলো। এরপর কী ঘটলো। সেটি দেখার বিষয়। এরপর দেখা যাচ্ছে বিনিয়োগকারীদের ধ্বংস থেকে আরও ধ্বংস করা হচ্ছে। ২০১০ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যা হয়েছে, গত ৫ মাসে তার থেকে বেশি ক্ষতি হয়েছে। পাঁচ মাসে ৬৬ হাজার কোটি টাকা শেয়ারবাজার থেকে উধাও হয়ে গেছে। এর জবাব কে দেবে?”
বার বার নতুন করে প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে এক প্রকার ছলনা করা হচ্ছে। একটি দেশের অর্থনীতির ক্ষেত্রে শেয়ারবাজার অনেক বড় একটি বিষয়। সেখানে দিনের পর দিন কী ঘটছে? নিয়ন্ত্রক সংস্থা কি তার খবর ঠিক মতো রাখছে? নাকি আগের মতোই তারা নির্বিকার থাকছে। আমাদের একটাই চাওয়া সেটি হচ্ছে দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে পুঁজিবাজার স্থিতিশীল হোক। আর না হলে আমরা বলবো, কিছুতেই দায় এড়াতে পারে না বিএসইসি।