Stock Market Journal

স্বাভাবিক লেনদেন সময়ে ফিরেছে পুজিবাজার

নিজস্ব প্রতিবেদক

আজ সোমবার থেকে স্বাভাবিক লেনদেন সময়ে ফিরেছে পুঁজিবাজার। লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত একটানা সাড়ে চার ঘণ্টা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এই তথ্য জানা যায়।

করোনার কারণে গত বছরের ২৬ মার্চ থেকে পুঁজিবাজারের লেনদেন একটানা ৬৬ দিন বন্ধ ছিল। দীর্ঘ এ বন্ধের পর ৩১ মে বিএসইসির নতুন কমিশনের হাত ধরে আবার লেনদেন শুরু হয়। তবে লেনদেনের সময় কমে আসে। করোনার আগে স্বাভাবিক সময়ে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হয়। এক বছরের বেশি সময় পর কাল থেকে স্বাভাবিক লেনদেন সময়ে ফিরছে শেয়ারবাজার।

সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের মেয়াদ আরও সাত দিন বাড়িয়ে ৬ জুন পর্যন্ত করা হয়েছে। নতুন এ নির্দেশনায় ব্যাংকিং কার্যক্রম আরও আধা ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরে ব্যাংকের লেনদেনের সময় বাড়ানোর পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাও লেনদেন সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

এসএমজে২৪/কা