Stock Market Journal

কারিগরি ত্রুটির জন্য লেনদেন বিঘ্নিত হওয়া কাম্য নয়

ডিএসইর কারিগরি ত্রুটির কারণে লেনদেনে বিঘ্নিত হওয়ার বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এ ধরনের একটি স্পর্শকাতর জায়গায় মাঝে-মধ্যেই এমন ঘটনা ঘটা দুঃজনক। এটি এক ধরনের ব্যবস্থাপনার ব্যর্থতা হিসেবেই গণ্য হওয়া উচিত। এর জন্য সংশ্লিষ্টদের জবাবদিহি চাওয়া খুবই প্রয়োজন।

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বিঘ্নিত হয়। এতে নির্ধারিত সময় সকাল ১০টায় লেনদেন শুরু করতে পারেনি স্টক এক্সচেঞ্জটি। ত্রুটি সারিয়ে স্বাভাবিক সময়ের দেড় ঘণ্টা পর বেলা সাড়ে ১১টায় লেনদেন শুরু হয়। লেনদেন সমাপ্তির সময় ৩টা থেকে পিছিয়ে সাড়ে ৩টা করা হয়। তবে দ্বিতীয় শেয়ারবাজার সিএসইতে স্বাভাবিক লেনদেন হয়েছে।
ডিএসই সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক সফটওয়্যার প্রস্তুত ও সরবরাহকারী প্রতিষ্ঠান ফ্লেক্সট্রেডের অর্ডার ম্যানেজমেন্ট সল্যুশন (ওএমএস) সফটওয়্যারের নতুন সংস্করণে ভুলে ২০২৫ সালের পরিবর্তে ২০২৪ সাল ছিল। এ কারণে ট্রেড ইঞ্জিনের সঙ্গে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের তারিখ মিল না হওয়ায় ব্রোকারেজ হাউসগুলো থেকে  কোনো ক্রয় বা বিক্রয় আদেশ নিতে পারছিল না লেনদেন ব্যবস্থা। এতে লেনদেন শুরু করা যায়নি।

ঘটনা যেভাবেই ঘটুক আমরা আশা করবো এই ধরনের দুর্বলতা শেয়ারবাজারে কিছুতেই কাম্য নয়। এই ব্যর্থতার দায় স্বীকার করে সংশ্লিষ্টদের সতর্ক হওয়া উচিত।