Stock Market Journal

কারসাজি জিইয়ে রেখে উন্নতি সম্ভব নয়

কথায় আছে, ‘শ্যাম রাখি  না কূল রাখি।’ দেশের পুঁজিবাজারে অবস্থা এখন এরকম। ফলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) যতই চেষ্টা করুক পুঁজিবাজারের আশানুরূপ উন্নতি হচ্ছে না। কারণ কারসজি চক্র নির্মূল না করে উন্নতি সম্ভব নয়। অনিয়মকারী রাঘর বোয়ালদের দমন করতে না পারলে বাজার থেকে সংকট দূর হবে না। এটি আমরা যেমন জানি, নিশ্চয়ই বাজার যারা পরিচালনা করেন তারাও জানেন। তার চেয়ে বেশি জানেন সাধারণ বিনিয়োগকারীরা। কারণ তারা কারসাজির হাতে জিন্মি হয়ে বিভিন্ন সময় পুঁজি হারিয়েছেন। বাজার থেকে নিঃস্ব হয়ে ফিরেছেন। সুতরাং যার মাথা, ব্যাথাটাও তারই। তবে এটি ক্ষণিক সত্য। চিরন্তন সত্য হচ্ছে, ব্যাথাটা দেশের গোটা অর্থনীতিরও কম নয়। এর কারণ যতদিন যাবত উদ্ঘাটন করে ব্যবস্থা নেয়া না হবে, তত দিন দেশের অর্থনীতির জন্য পুঁজিবাজার আশানুর‌রূপ ভূমিকা রাখতে পারবে না। তাই দেশের অর্থনীতির কথা মাথায় রেখেই পুঁজিবাজার থেকে কারসাজি নির্মূল করা প্রয়োজন। এতে বাজারের উন্নতিও দ্রুত হবে বলে আমরা আশা করি।