Stock Market Journal

কারসাজি চক্রের খপ্পড় থেকে পুঁজিবাজারকে মুক্ত করা হোক

বর্তমানে বিশ্বে একাধিক অঞ্চলে রাজনৈতিক অস্থিরতা বা যুদ্ধ চলছে। আধুনিক বিশ্বে কোনো দেশই বিচ্ছিন্ন নয়। সহজেই এক দেশের প্রভাব আরেক দেশে পড়ে। তাই কেউ কেউ বিশ্বকে একটি গ্রাম মনে করেন। বিশ্বের যে প্রান্তেই কিছু একটা হলে অন্য প্রান্তে তার প্রভাব পড়ে।

বাংলাদেশের পুঁজিবাজারই নয় সমস্ত অর্থনীতিই নানা কারণে অস্থির। ডলার সংকট, মূল্যস্ফীতিসহ নানা কারণ রয়েছে এর পেছনে। সবকিছু মিলিয়ে সময়টা খুব জটিল। এই সময়ে দেশের পুঁজিবাজারকে সঠিক ভাবে পরিচালনা করা খুবই দরকার। এ ক্ষেত্রে অন্যতম বিষয় হচ্ছে বাজারকে কারসাজি মুক্ত করা। বিশেষ চক্রে আধিপত্য থেকে পুঁজিবাজারকে রক্ষা করা। এটি করতে হবে সংশ্লিষ্ট কৃর্তপক্ষকে।

অনেক দিন ধরেই পুঁজিবাজারে অস্থিরতা চলছে। এই অস্থিরতার জন্য কী ধরনের চক্র দায়ী, এটি অনেকটা জানা। তারপরও কেনো প্রতিনিয়ত এর বিরুদ্ধে কার্যকর কিছু গ্রহণ করা যাচ্ছে না এই প্রশ্ন সাধারণ বিনিয়োগকারীদের। তারা জানতে চান কবে পুঁজিবাজার কারসাজি মুক্ত হবে। তাদের এই চাওয়াকে কতটা গুরুত্ব পাবে সংশ্লিষ্টদের কাছে? সেটিই এখন সবচেয় বড় প্রশ্ন।