Stock Market Journal

কারসাজির মাধ্যমে বাজার ওঠা-নামা করলে সেটি স্থায়ী হয় না

দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন বাড়ছে, এটি নিয়ে দুর্ভাবনার কিছু নেই। এখনও অনেক কোম্পানির শেয়ার দর অবমূল্যায়িত। দেশের সামগ্রিক অর্থনীতির বিষয়টি বিবেচনা করলেও তিন হাজার কোটি টাকা লেনদেন পুঁজিবাজারে অস্বাভাবিক নয়। কিন্তু বাজারের স্বাভাবিকতা ব্যাহত হচ্ছে কিনা সেটিই দেখার বিষয়।

খুব স্বাভাবিকভাবেই দেশের অর্থনীতি বড় হওয়ার ফলে পুঁজিবাজারে তার প্রতিফলন দেখা যাবে। বরং বিগত দশ বছরে এই কাজটি হয়নি। গত প্রায় এক বছর ধরে বাজারে প্রাণ ফিরছে, এখানে আশঙ্কার কিছু আছে বলে মনে হয় না। তবুও সর্তক থাকার বিষয় আছে। কারণ অতীতের অভিজ্ঞতা ভালো নয়। পুঁজিবাজারে এক শ্রেণির লোক রয়েছে, যারা বাজারের স্বাভাবিক গতিকে ব্যাহত করতে চায়। তারা কারসাজির আশ্রয় নেয়। শেষ পর্যন্ত কারসাজিই বাজারের সর্বনাশ করে। এখন দেখা দরকার কারসাজিকে কতটা প্রতিহত করা যাচ্ছে। কারণ কারসাজি যদি থাকে তাহলে বাজার পড়লেও ক্ষতি, উঠলেও ক্ষতি। কোনোভাবেই সাধারণ বিনিয়োগকারীরা লাভবান হতে পারবেন না। তাই বাজার থেকে কারসাজি দূর করার কাজটি করতে হবে অধিক গুরুত্ব দিয়ে। তা হলে বাজার নিয়ে দুর্ভাবনা কমে আসবে।