পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেছেন, পুঁজিবাজারে কারসাজির দিন শেষ। কারসাজি করে এখন আর কেউ পার পাবে না।
গতকাল ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস- আইডিইএ’ আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় শিবলী রুবাইয়াতুল ইসলাম এ কথা বলেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। আমরা তার এই বক্তব্যকে সাধুবাদ জানিয়ে বলতে চাই, এমন কথা অতীতেও বলা হয়েছে কিন্তু কাজ হয়নি। আপনার নেতৃত্বে কমিশন এই কথাকে কাজে প্রমাণ করুক।
আইসিবিকে শক্তিশালী করার জন্য পাঁচ হাজার কোটি টাকা চাওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কাছে বা ব্যাংকিং খাতের যদি বাড়তি টাকা থাকে, তাহলে এর সঠিক ব্যবহার করা যাবে বলে সভায় মত প্রকাশ করা হয়। এছাড়া মানুষকে দেয়া হয়নি এরকম লভ্যাংশ এবং শেয়ার পড়ে আছে প্রায় ২১ হাজার কোটি টাকার। সেসব এতদিন বিভিন্ন জায়গায় পড়েছিল। বিএসইসি সবগুলোকে এখন মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে আইসিবির কাছে নিয়ে আসছে। আমাদের ধারণা, এর ফলে পুঁজিবাজার উপকৃত হবে। এখন দেখার বিষয় এসব কিভাবে বাস্তবায়ণ করা হয়।