Stock Market Journal

কারণ ছাড়াই বাড়ছে সেন্ট্রাল ফার্মার শেয়ার দর

নিজস্ব প্রতিবেদক:

কোনো কারণ ছাড়াই বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেডের শেয়ারের দর। কোম্পানির শেয়ারের এই অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চায় ডিএসই কিন্তু জবাবে কোনো কারণ নেই বলে জানায় কোম্পানিটি।

গত ফেব্রুয়ারির ২৩ তারিখে কোম্পানিটির শেয়ারের দর ছিল ৯ টাকা ৬০ পয়সা এবং ৩ মার্চ কোম্পানিটির শেয়ারের দর গিয়ে দাঁড়ায় ১৬ টাকা ৯০ পয়সা। অর্থাৎ মাত্র ৭ দিনেই কোম্পানির শেয়ারের দর বাড়ে ৭ টাকা ৩০ পয়সা বা প্রায় ৭০ শতাংশ।

এর কারণ জানতে চেয়ে গতকাল ৩ মার্চ কোম্পানিকে নোটিস পাঠায় ডিএসই। তবে জবাবে কোম্পানির শেয়ারের দর বৃদ্ধির কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানায় কোম্পানিটি।

উল্লেখ্য, সেন্ট্রাল ফার্মার পরিশোধিত মূলধন ১১৯ কোটি ৮০ লাখ ১ হাজার টাকা। কোম্পানিটি ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তবে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে ২৫ দশমিক ৮৯ শতাংশ শেয়ার রয়েছে।

এসএমজে/২৪/বা