Stock Market Journal

কারণ ছাড়াই বাড়ছে মেঘনা পেটের শেয়ার দর

এসএমজে ডেস্কঃ
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট শেয়ারদর অস্বাভাবিকভাবে বেড়েছে বলে মনে করেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এই কারণে ডিএসই শেয়ারদর বাড়ায় কোম্পানিটিকে এর কারণ জানার জন্য শোকজ করেছে।

গত ১২ জুলাই মেঘনা পেটের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে শোকজ কোম্পানিটিকে নোটিস পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই এর শেয়ারদর বাড়ছে।
বাজার তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২০ জুন কোম্পানিটির শেয়ার দর ছিল ২৯ টাকা ৩০ পয়সা। সর্বশেষ ১৩ জুলাই কোম্পানিটির শেয়ার দর ৩৬ টাকা ৭০ পয়সায় উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ। সূত্রঃ ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)
এসএমজে/২৪/রা