Stock Market Journal

কাজে লাগাতে পারলে অসীম সম্ভাবনার জায়গা পুঁজিবাজার

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে আমাদের মূল ভাবনার বিষয় দেশবাসীর অর্থনৈতিক মুক্তি। কারণ আমরা স্বাধীন দেশ পেলেও সর্বস্তরের মানুষের অর্থনৈতিক মুক্তি ঘটাতে পারিনি। এর জন্য জাতি হিসেবে আমাদের কী কী সম্ভাবনা রয়েছে সেগুলো খুঁজে বের করা একান্ত প্রয়োজন। এর মধ্যে দেশের পুঁজিবাজার একটি সম্ভাবনার জায়গা হতে পারে। এ জন্য সঠিকভাবে পুঁজিবাজারকে অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করে নীতিমালা প্রণয়ন করা দরকার। যার মধ্য দিয়ে উন্নত বিশ্বের মতো আমরাও একটি আদর্শ সময়োপযোগী পুঁজিবাজার গড়ে তুলতে সক্ষম হবো। এটি হলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং মানুষের আয়ের পরিসর বাড়বে।

প্রথমেই যে বিষয়টি আমাদের ভাবনায় রাখতে হবে সেটি হচ্ছে, আমাদের দেশের জনসংখ্যা বিবেচনায় সম্পদ সীমিত। এই সীমিত সম্পদের সুষ্ঠু  ব্যবস্থাপনা নিশ্চিত করা দরকার। পাশাপাশি জনসংখ্যাকে জনসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য শিল্পায়নের বিকল্প নেই। আর এটি করতে হলে আমাদের পুঁজিবাজারের ওপর নির্ভরতা বাড়ানো উচিৎ। এই নির্ভরতার জন্য পুঁজিবাজারের ভিত্তি মজবুত  করা দরকার। আর এ ক্ষেত্রে নীতিনিধারকদের উদ্ভাবনী ও সৃজনশীল মানসিকতা থাকা প্রয়োজন।