Stock Market Journal

করোনা পরীক্ষায় ওয়েবসাইট তৈরী করবে গুগল

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরীক্ষা করার জন্য নতুন একটি ওয়েবসাইট বানাচ্ছে সার্চ ইঞ্জিন সাইট গুগল। মার্কিন সরকারের নির্দেশে এই ওয়েবসাইট বানানো হচ্ছে বলে জানায় গুগল।

১৭০০ ইঞ্জিনিয়ার করোনা পরীক্ষার জন্য নতুন ওয়েবসাইট তৈরির কাজ করছে। এই ওয়েবসাইটটি করোনা ভাইরাসের লক্ষণ, ঝুঁকি এবং পরীক্ষা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়।

এদিকে টুইট বার্তায় গুগল জানায়, আমরা মার্কিন সরকারের সঙ্গে সংঘবদ্ধ হয়ে কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধ এবং আমাদের কমিউনিটির স্বাস্থ্য সুরক্ষায় অব্যাহতভাবে কাজ করে যাবো।

এ নিয়ে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুগলের এমন কাজের প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া, হোয়াইট হাউসের সমন্বয়ক ডেবোরাহ ব্রিক্স বলেন, তারা যুক্তরাষ্ট্রজুড়ে ওয়েবসাইটটির ব্যবহার নিশ্চিত করতে চান।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করনায় মৃতের সংখ্যা ৬০ জন ও আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৯৫ জন।

এসএমজে/২৪/মি