Stock Market Journal

করোনা নিয়ে সালমানের সতর্কতা

বিনোদন ডেস্ক:

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ৯৫ হাজার মানুষ এবং এই ভাইরাসে পুরো বিশ্বের মৃত্যু হয়েছে তিন হাজার মানুষের। বলিউড সুপারস্টার সালমান খান এবার এই প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধ নিয়ে সতর্ক করলেন ভক্তদের।

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে সালমান খান লেখেন, যখন করোনা ভাইরাস শেষ হয়ে যাবে তখন আপনারা করমর্দন এবং কোলাকুলি করুন।করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে সালমান খানের দেশ ভারতেও। দেশটিতে এই পর্যন্ত ৩০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

গত ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

এসএমজে ডেস্ক/২৪/তা