বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:
ভারতের যেসব যায়গায় করোনা ভাইরাসে মানুষ আক্রান্ত হয়েছে তার মধ্যে কেরালা রাজ্যে সবচেয়ে বেশি। আর তাই এই ভাইরাস প্রতিরোধে ভারতের কেরালা রাজ্যে মোতায়েন করা হয়েছে রোবট। এ রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে কমপক্ষে ১৭ জন এবং প্রায় ১ হাজার মানুষ কোয়ারেন্টাইনে রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি কেরালা স্টার্টআপ মিশনের আওতায় এই রোবটগুলো তৈরি করেছে আসিমোভ নামের একটি কোম্পানি। রোবটগুলো ফেস মাস্ক, স্যানিটাইজার, ন্যাপকিন বিতরণের কাজ করবে। এই বিষয়ে রোবট তৈরি প্রতিষ্ঠান আসিমোভের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়াকৃষ্ণান বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের উদাসীনতার কারণে আমরা এই রোবটগুলো বানিয়েছি।
অন্যদিকে, মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই রোবটগুলো নিয়ে কেরালা রাজ্য জুড়ে একটি ক্যাম্পেইন চালাচ্ছে কেরালা স্টার্টআপ মিশন। এ বিষয়ে কেরালা স্টার্টআপ মিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সাজি গোপিনাথ বলেন, রাজ্যের এয়ারপোর্ট এবং জনসমাগমপূর্ণ জায়াগায় রোবটগুলোকে বসানোর চিন্তাভাবনা করা হচ্ছে। সূত্র: ইন্ডিয়া টাইমস।
উল্লেখ্য, ভারতে এই পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
এসএমজে/২৪/মি/তা