Stock Market Journal

করোনাযুদ্ধে সব পক্ষের অংশগ্রহণ প্রয়োজন

করোনাযুদ্ধে সব পক্ষের অংশগ্রহণ প্রয়োজন
বর্তমান করোনা বিপর্যয় আমাদের জাতীয় দুর্যোগ।বিশ্বের দেশে দেশে করোনা সংক্রমণের বিরুদ্ধে মানুষ যুদ্ধ করছে। আমরাও এর বাইরে নেই। প্রাণঘাতী করোনাভাইরাস দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। এতে আমাদের জীবনযাত্রা সামগ্রিকভাবে ভেঙে পড়ছে। মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এরই মধ্যে খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়ে গেছে। এই বাম্তবতায় শুধু সরকার নয় সব পক্ষকেই নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় হওয়া প্রয়োজন।
এত বড় জাতীয় দুর্যোগ কার্যকরভাবে সামাল দেওয়া সরকারের একার পক্ষে অত্যন্ত দুরূহ। তাই সমাজের অন্যান্য শক্তিকে যুক্ত করার মধ্য দিয়ে পরিস্থিতি মোকাবিলা আরো সহজ হতে পারে।
আমাদের শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনাসহ নানা ক্ষেত্রে বেসরকারি সংস্থা তথা এনজিও খাতের অবদান দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের জাতীয় উন্নয়নে এনজিও খাতের অবদানের স্বীকৃতি মিলেছে নোবেল পুরস্কার অর্জনের মধ্য দিয়ে। পৃথিবীর বৃহত্তম বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে বাংলাদেশেই। এ দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে সামাজিক, অর্থনৈতিক নানা ক্ষেত্রে কাজ করছে ছোট–বড় অজস্র বেসরকারি সংস্থা। কোভিড–১৯ মহামারি মোকাবিলায় আমরা তাদের সক্ষমতা কাজে লাগানোর উদ্যোগ নিতে পারি।
এছাড়াও আরো যেসব পক্ষ সমাজে রয়েছে তাদেরকেও যুক্ত করা যায় কনোনাযুদ্ধ মোকাবিলায়।