Stock Market Journal

করোনাভাইরাস: আইফোন নিয়ে বিপাকে অ্যাপল

প্রযুক্তি ডেস্ক: করোনাভাইরাসের কারণে চীনে আইফোনের উৎপাদন বন্ধ হওয়ায় পূর্বাভাসের তুলনায় আয় কমে যাবে। অ্যাপল স্বীকার করেছে, তাদের আইফোন উৎপাদন ও বিক্রি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশ্বব্যাপী আইফোন সরবরাহ সাময়িক বিঘ্নিত হয়েছে। অ্যাপলের পক্ষ থেকে সতর্ক করে এ কথা বলা হয়েছে।

চীনে করোনাভাইরাস মহামারিতে আর্থিক ক্ষতির বিষয়টি এই প্রথম কোনো মার্কিন কোম্পানির পক্ষ থেকে সরাসরি স্বীকার করে নেওয়া হলো। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অ্যাপলের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আগে থেকে যে পূর্বাভাস দিয়েছিলাম, এ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তা পূরণ হবে না।

অ্যাপল কর্তৃপক্ষ আরো জানায়, চীনের দোকাগুলো বেশির ভাগ বন্ধ। সীমিত সময়ের জন্য বেচাকেনা চলে অল্প সংখ্যক দোকানে। তাই অ্যাপল পণ্যের বিক্রি কম হচ্ছে। তবে করোনাভাইরাসে আক্রান্ত প্রদেশের বাইরে আইফোন উৎপাদনের কারখানাগুলোর অবস্থান। সেখানে অধিকাংশ কারখানা খোলা থাকলেও উৎপাদন চলছে ধীরগতিতে। খুচরা বিক্রেতা ও অন্য দোকানগুলো ধীরে ধীরে খোলা শুরু হলেও নিরাপত্তার বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

এসএমজে/২৪/মি