Stock Market Journal

করোনাপরবর্তী অর্থনীতি: পুঁজিবাজার গুরুত্ব পাওয়া উচিত

গত বছরের শেষের দিকে চীনের উহান শহরে প্রথম করেনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর এটি ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। লাখ লাখ মানুষের প্রাণহানি আর আক্রন্ত হওয়ায় এই ভাইরাস সংক্রমণ বৈশ্বিক মহামারি হিসেবে দেখা দেয়। বন্ধ হয়ে যায় ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ। এতে চাপে পড়ে বাংলাদেশসহ সারা বিশ্বের অর্থনীতি। যা এখনও চলমান রয়েছে। একইসঙ্গে এই চাপ থেকে বের হয়ে আসার চেষ্টাও অব্যাহত রয়েছে বিশ্বব্যাপী। বাংলাদেশকেও এই অর্থনৈতিক ধক্কা কাটিয়ে ওঠার জন্য নানামুখি উদ্যোগ নিতে হবে। যার মধ্যে গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে বাংলাদেশের পুঁজিবাজার।
করোনাভাইরাস সংক্রমণের বহু আগে থেকেই পৃঁজিবাজারে টানা দরপতনের কারণে সংকট চলছিলো। গত প্রায় একদশকে সূচক প্রায় অর্ধেকে নেমে এসেছে। লাখলাখ সাধারণ বিনিয়োগকারী সর্বস্বান্ত হয়েছেন। অনেকের পুরো পুঁজিই চলে গেছে। তারা ফের নতুন করে পুঁজিবাজারে ঢুকতে পারবেন কিনা বলা কঠিন। তাই এই কঠিন সময়ে পুঁজিবাজারকে রক্ষা করতে হলে সরকারকে বিশেষ মনোযোগ দিতে হবে পুঁজিবাজারের দিকে। দেশের অর্থনীতির স্বার্থেই এটি করা প্রয়োজন।