বৈশ্বিক মহামারি করোনাকালের মধ্যেই বাংলাদেশে ধাবা বাড়িয়েছ বন্যা। পরিস্থিতি মরার ওপর খাঁড়ার ঘা। বন্যা শুরুর সাত দিনের মাথায় দেশের ১২টি জেলায় পানি ঢুকে পড়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসাবে, ঘরবাড়ি ও ফসল তলিয়ে যাওয়ায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। পানিবন্দী হয়েছে সাড়ে তিন লাখ মানুষ।
যতটা সম্ভব দ্রুতই মানুষের সহায়তায় এগিয়ে আসা প্রয়োজন। কারণ করোনাভাইরাস পরিস্থিতির কারণে এমনিতেই মানুষ অসহায় হয়ে আছে। তাই এবারের বন্যা অন্যান্য বছরের তুলনায় আরো বেশি আগ্রাসী হয়ে উঠতে পারে মানুষের জন্য। নিয়মিত তদরকির বাইরেও এবার বেশি গুরুত্ব দিতে হবে মানুষের জানমাল রক্ষায়।
যে বিষয়টি অধিক গুরুত্ব দেয়া প্রয়োজন, সরকারের দেয়া সহায়তা যেনো মানুষের কাছে পৌঁছায়। আমাদের দেশে অধিকাংশ সময় দেখা যায়, মানুষ সহায়তা থেকে বঞ্চিত হয় এক শ্রেণির অসাধু লোকের কারণে। তারা ত্রাণ সহায়তা আত্মসাৎ করেন। নিজেরা ভাগাভাবগ করে নেন। এতে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সাহায্য পৌঁছে না। তারা বঞ্চিত হন। তাই এবার সংশ্লিষ্টদের এ বিষয়ে আরো বেশি সজাগ থাকা প্রয়োজন।