Stock Market Journal

করোনায় প্রাণ গেল মেক্সিকো স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্টের

এসএমজে ডেস্ক:

সারাবিশ্বে চলছে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের প্রকোপ। এর প্রকোপ আন্তর্জাতিক পুঁজিবাজারে আগেই থাবা বসিয়েছে। করোনা তাণ্ডবে অনেক দেশের পুঁজিবাজারে বড় ধরনের দর পতন হয়েছে। আর এবার পুঁজিবাজারের বড় কোনো কর্মকর্তার জীবনের উপর দিয়ে গেল করোনার ঝড়। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন মেক্সিকো স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট জেমি রুইজ সেক্রিস্টান।

প্রায় ৩ সপ্তাহ করোনায় ভুগেছেন তিনি। অবশেষে গত রোববার (১২ এপ্রিল) মারা গেছেন জেমি রুইজ।

গত মাসে যুক্তরাজ্যের কলোরাডো রাজ্য থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েন জেমি রুইজ সেক্রিস্টান। নমুনা পরীক্ষা করে তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। তবে লক্ষণগুলো প্রকট ছিল না বলে জানিয়েছিল স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানিয়েছিল, প্রেসিডেন্ট জেমির শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। এর মধ্যেই রোববার তার মৃত্যুর খবর আসে। সূত্র: ব্লুমবার্গ ও ফক্স বিজনেস।

এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত দেশটিতে মোট করোনা আক্রান্ত ৫ হাজার ১৪ জন এবং করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ৩৩২ জন। সূত্র: ওয়ার্লডওমিটার।

এসএমজে/২৪/বা