Stock Market Journal

করনা মোকাবিলায় এডিবি ২ হাজার কোটি ডলার দিবেন

এসএমজে ডেস্কঃ
বিশ্বের মহামারি করনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) তহবিলের আকার বাড়িয়ে দুই হাজার কোটি ডলারে উন্নীত করা হয়েছে। বর্তমান বাজারদরে টাকার অংকে যার পরিমাণ এক লাখ ৭০ হাজার কোটি টাকা। এডিবির সদস্য দেশগুলোকে এই অর্থ দেওয়া হবে।

গতকাল ১৩ এপ্রিল, সোমবার এডিবির প্রধান কার্যালয় ফিলিপাইনের ম্যানিলা থেকে এই ঘোষণা দেওয়া হয়। এর আগে গত ১৮ মার্চ প্রাথমিকভাবে ৬৫০ কোটি ডলারের বিশেষ প্যাকেজ ঘোষণা দিয়েছিল এডিবি। এডিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সদস্য দেশগুলোকে সহজ শর্তে এই অর্থ দেওয়া হবে। এডিবি মনে করে, করোনার কারণে এশীয় অঞ্চলে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) গড় প্রবৃদ্ধি চলতি অর্থবছরে দুই দশমিক দুই শতাংশে নেমে আসতে পারে। ইতিমধ্যে করোনা মোকাবিলায় জরুরিভাবে বাংলাদেশকে তিন লাখ ডলার অনুদান দিয়েছে এডিবি।

এ ছাড়া করোনা প্রতিরোধে বিশ্বব্যাংক ১৪০০ কোটি ডলারের বিশেষ তহবিল তৈরি করেছে। সেখান থেকেও আপাতত ১০ কোটি ডলার পাবে বাংলাদেশ।
এসএমজে/২৪/রা