Stock Market Journal

কমলালেবু খাওয়ার উপকারিতা

এসএমজে স্বাস্থ্য ডেস্ক:

কমলা অত্যন্ত পুষ্টিকর। ভরা মৌসুম চলছে কমলালেবুর । মানবদেহে প্রতিদিন  যে পরিমাণ  ভিটামিন সি  প্রয়োজন, তা রয়েছে সহজলভ্য এই ফলটিতে। সব বয়সের জন্য এ ফল উপযোগী। কমলালেবুতে ফ্যাট  নেই,  ক্যালোরির পরিমাণও অত্যন্ত কম। তাই যারা ওজন কমাতে চান, তাঁরা নিঃসন্দেহে কমলা খেতে পারেন। এতে মিলবে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্টস। আরও আছে ভিটামিন সি, যা আপনার ত্বককে ভালো রাখতে  দারুণ কার্যকর। চলুন জেনে নেয়া যাক কমলালেবু খাওয়ার উপকারিতা সম্পর্কে: