Stock Market Journal

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের রাইট শেয়ার আবেদন বাতিল

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের রাইট শেয়ার আবেদন বাতিল করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ।

জানা যায়, এ নিয়ে কোম্পানিটি তৃতীয় দফায় রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব করে। সর্বশেষ দুটি শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকা দরে প্রস্তাব করেছিল কোম্পানিটি।

প্রথম দফায় মোট ৪১৬ কোটি অর্থ উত্তোলনের পরিকল্পনা করেছিল কোম্পানিটি। দ্বিতীয় দফায় তা ২৫০ কোটি টাকায় নেমে আসে। এরপর তৃতীয় দফায় প্রিমিয়ামসহ মূলধন সংগ্রহের পরিকল্পনা ১২৫ কোটি টাকায় নির্ধারণ করা হয়। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/মি