এসএমজে ডেস্ক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ওষুধ উৎপাদন এবং বিপণনে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা রিটের শুনানি আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস গত ৭ মার্চ ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে ওষুধ উৎপাদন এবং বিপণনে নিষেধাজ্ঞার একটি চিঠি পেয়েছে। ইন্দো-বাংলা ফার্মা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে একটি রিট আবেদন করেছে।
আদালতে এই রিট পিটিশনের চূড়ান্ত শুনানি এবং আদেশের আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হওয়র কথা রয়েছে।
এসএমজে/২৪/রা