Stock Market Journal

ওটিসি মার্কেটে পাঠিয়েছে ইউনাইটেড এয়ারকে

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজকে মূল মার্কেট থেকে ওভার দ্য কাউন্টার মার্কেটে (ওটিসি) প্রেরণের জন্য উভয় স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল ১২ জানুয়ারি, মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাক্ষরিত এ সংশ্লিষ্ট এক নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় দূর্বল মৌলভিত্তি ও উচ্চ ঝুঁকি বিবেচনায় ইউনাইটেড এয়ারওয়েজকে ওটিসি মার্কেটে প্রেরণ করতে। যা আজ থেকে কার্যকর করা হবে।

এসএমজে/২৪/রা