নিজস্ব প্রতিবেদক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানিগুলো এবার ৩১টি ব্যাংকের মধ্যে এ পর্যন্ত ১৫টি ব্যাংক সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৩টি ব্যাংক ক্যাশ ও বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে। ব্যাংকগুলোর বেশিরভাগই আগের বছরের চেয়ে বেশি ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ব্যাংকগুলোর মধ্যে প্রাইম, পূবালী ও যমুনা ব্যাংক ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ডাচবাংলা, ইস্টার্ন, সিটি, শাহজালাল, মার্কেন্টাইল, এশিয়া, ওয়ান, ব্র্যাক, ও প্রিমিয়ার ব্যাংক ক্যাশ ও বোনাস উভয় প্রকার ডিভিডেন্ড দিয়েছে।
আর আইএফআইসি ব্যাংক কেবল বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে। আইসিবি ইসলামি ব্যাংক বরাবরের মতো এবার কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।
অর্থাৎ ১৫টি ব্যাংকের মধে ১৩টি ব্যাংক ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ব্যাংকগুলো সর্বমোট ১৫১৫ কোটি ৭০ হাজার টাকা ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সবচেয়ে বেশি ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সিটি ব্যাংক। ব্যাংকটি ১৭৭ কোটি ৮৬ লাখ টাকা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আর সবচেয়ে কম ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ওয়ান ব্যাংক। ব্যাংকটি দিয়েছে ৫৩ কোটি ১২ লাখ টাকা।
এক) প্রাইম ব্যাংক: সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সেই হিসাবে কোম্পানিটি ১৬৯ কোটি ৮৪ লাখ ৪২ হাজার টাকা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
দুই) পূবালী ব্যাংক: সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি ১২.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সেই হিসাবে কোম্পানিটি ১২৮ কোটি ৫৩ লাখ ৬৮ হাজার টাকা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
তিন) যমুনা ব্যাংক: সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি ১৭.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সেই হিসাবে কোম্পানিটি ১৩১ কোটি ১১ লাখ ৪৫ হাজার টাকা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
চার) ডাচ বাংলা ব্যাংক: সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি ১৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে। সেই হিসাবে কোম্পানিটি ৮২ কোটি ৫০ লাখ টাকা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
পাঁচ) ইস্টার্ন ব্যাংক: সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ১৭.৫০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে। সেই হিসাবে কোম্পানিটি ১৪২ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
ছয়) সিটি ব্যাংক: সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি ১৭.৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে। সেই হিসাবে কোম্পানিটি ১৭৭ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার টাকা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
সাত) শাহজালাল ইসলামী ব্যাংক: সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি ৭ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে। সেই হিসাবে কোম্পানিটি ৬৮ কোটি ৬০ লাখ ৬৪ হাজার টাকা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
আট) মার্কেন্টাইল ব্যাংক: সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে। সেই হিসাবে কোম্পানিটি ৯৮ কোটি ৪০ লাখ ১৬ হাজার টাকা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
নয়) ব্যাংক এশিয়া: সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সেই হিসাবে কোম্পানিটি ১১৬ কোটি ৫৯ লাখ টাকা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
দশ) ওয়ান ব্যাংক: সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি ৬ শতাংশ ক্যাশ ও ৫.৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে। সেই হিসাবে কোম্পানিটি ৫৩ কোটি ১২ লাখ টাকা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
এগারো) ব্র্যাক ব্যাংক: সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে। সেই হিসাবে কোম্পানিটি ১৩২ কোটি ৫৮ লাখ ৭৮ হাজার টাকা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
বারো) প্রিমিয়ার ব্যাংক: সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি ১২.৫ শতাংশ ক্যাশ ও ৭.৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে। সেই হিসাবে কোম্পানিটি ১২১ কোটি ২৮ লাখ ৭৩ হাজার টাকা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
তেরো) উত্তরা ব্যাংক: সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি ১২.৫ শতাংশ ক্যাশ ও ১২.৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে। সেই হিসাবে কোম্পানিটি ৬২ কোটি ৭৪ লাখ ২৫ হাজার টাকা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
এসএমজে২৪/কা