Stock Market Journal

এনআরবি কমার্শিয়াল ব্যাংক ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ৫০০ কোটি টাকা মূল্যের সাব-অর্ডিনেট বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।

গত ১০ জুন (বৃহস্পতিবার) ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, আলোচিত বন্ড টির বৈশিষ্ট্য হবে একটি নন-কনভার্টেবল আনসিকিউরড কুপন বন্ড যা ব্যাসেল-৩ এর শর্তমোতাবেক ব্যাংকের টায়ার-২ এর মূলধন হিসেবে বিবেচিত হবে। ব্যাংকের উত্তরোত্তর প্রবৃদ্ধি, বর্তমান মাইক্রোক্রেডিট প্রোগ্রাম এবং সারাদেশের ক্রেডিট কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে বন্ড ইস্যুর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনসাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/মি