নিজস্ব প্রতিবেদক:
এজিএম সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড।
আজ ৩১ মার্চ,(বৃহস্পতিবার) ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির ২২ তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ৬ শতাংশ বোনাস এবং ৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন পায়। কোম্পানির সূত্রে এ তথ্য পাওয়া যায়।
২০২০ এ শেয়ার প্রতি কোম্পানির কনসুলেটেড আয় (ইপিএস) হয়েছে ১.৮০ টাকা। যা গতবছর একই সময়ে ছিল ১.১২ টাকা। ট্যাক্সের পরে নিট মুনাফা ৬৫% বৃদ্ধি পেয়েছে যেখানে অপারেটিং ব্যয় ১১.৪৫% হ্রাস পেয়েছে। এনপিএল ২০১৯ সালে ৪.৮৪% থেকে হ্রাস পেয়ে ৩.২২% হয়েছে। শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭.৪৬ টাকা। যা গতবছর একই সময়ে হয়েছিল ১৬.৩৭। সংস্থার মূলধন আধিপত্য অনুপাত (সিএআর) বৃদ্ধি পেয়েছে ১৮.৭২% যা ২০১৯ সালে ১৭.৫৭ ছিল।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মো: আসাদুজ্জামান খান, পরিচালক গোলাম হাফিজ আহম্মেদ, পরিচালক মোসা: শাহানাজ রশিদ, পরিচালক গিয়াসউদ্দিন আহম্মেদ, পরিচালক ইউসুফ আমান, পরিচালক ইমতিয়াজ ইউসুফ, পরিচালক রকুনুজ্জামান, এফসিএ ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিইও কায়সার হামিদ, সিএফও সাজ্জাদুর রহমান ভুইয়া এবং কোম্পানির সচিব মুনসী আবু নাইম এসিএস সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থ বছরে সকল শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ বোনাস ৬ শতাংশ নগদ লভ্যাংশ এবং অন্যান্য এজেন্ডাগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।
এসএমজে/২৪/রা