Stock Market Journal

এজিএম সম্পন্ন করেছে কাশেম ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক:

বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ বৃহস্পতিবার (১২ডিসেম্বর) রাজধানীর রাওয়া ক্লাবে কোম্পানিটির ৩৮ তম এজিএম অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির পরিচালনা পর্ষদের সুপারিশ করা ৭ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ সাধারণ বিনিয়োগকারীদের সর্বসম্মতিতে চূড়ান্ত অনুমোদন পায়।

গত বছর কোম্পানিটি ১২শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।এবছর ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ায় বিনিয়োগকারীদের মধ্যে এজিএমে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে আগামী অর্থ বছরগুলোতে কোম্পানিটি নগদ লভ্যাংশ দেবে বলে প্রত্যাশা করেন সাধারণ বিনিয়োগকারীরা।

এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারপারসন ডা. রেয়ান আনিস ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তাসভীর উল ইসলাম ও কোম্পানির কর্মকর্তাবৃন্দ এবং বিনিয়োগকারীরা।

এসএমজে/২৪/মি