Stock Market Journal

এক মাসের মধ্যে স্বাভাবিক হবে চালের বাজার: বাণিজ্যমন্ত্রী

অর্থনীতি ডেস্ক:

আগামী এক মাসের মধ্যে চালের বাজার স্বাভাবিক হবে। বিদেশ থেকে আমদানি হচ্ছে প্রচুর চাল সেই সাথে দেশের বোরো ধান কৃষকের ঘরে উঠতে শুরু হয়েছে। যার ফলে খুব দ্রুত আসন্ন রমজান মাসের আগেই চালের বাজার নিয়ন্ত্রণ করা হবে। রংপুর জেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনকালে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ।

তিনি ভোজ্যতেল নিয়ে বলেন:- ভোজ্য তেলের দাম যা নির্ধারণ করা হয়েছে তা বাজারে সঠিক দামে বিক্রি করতে হবে। আসন্ন রমজান মাসে তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে কেউ কারসাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভেজাল রিরোধী অভিযান জোরদার করা হবে।

জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড ছাফিয়া খানমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড রেজাউল ইসলাম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ।

এসএমজে/২৪/মি