Stock Market Journal

একদিন বা একমাস নয়, পুঁজিবাজার দীর্ঘদিনের বিনিয়োগক্ষেত্র

পুঁজিবাজারে উত্থান-পতন থাকবেই। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাড়াহুড়া করে শেয়ার বিক্রি করে বের হয়ে যাওয়া কোনো সমাধান নয়। কিছুদিন পুঁজিবাজার পতনে থাকতে পারে, মন্দায় থাকতে পারে। এটি স্বাভাবিকভাবে দেখতে হবে। পতনের বাজারে বিনিয়োগকৌশল আর উত্থানের বাজারে বিনিয়োগ কৌশল এক রকম নয়। তাই পতন দেখলে পালালে চলবে না। এই সময়ে কী ধরনের বিনিয়োকৌশল নির্ধারণ করা যায় সেটি নিয়ে ভাবতে হবে। অভিজ্ঞ এবং সফল বিনিয়োগকারীরা সেটিই করেন। এ কারণে তারা লাভ-লোকসানের পরও মুনাফা করতে পারেন। না হলে পৃথিবীজুড়ে পুঁজিবাজার চলতো না। মুনাফার সুযোগ রয়েছে বলেই পুঁজিবাজারও টিকে থাকে। এটি ভৌতিক নয় বিজ্ঞানসম্মত ধারণা।

এ ক্ষেত্রে সব চেয়ে বড় বিষয় হলো বিনিয়োগজ্ঞান। অর্থাৎ পুঁজিবাজারে বিনিয়োগ সম্পর্কে সঠিক ধারণা থাকা। মূলধন থাকলেই পুঁজিবাজারে ব্যবসা করা যাবে এমন নয়। বরং বুদ্ধিমত্তা খাটিয়ে কম পুঁজিকেও বড় পুঁজিতে রূপান্তর করা সম্ভব। তাই বিনিয়োগকারী ভাইদের বলবো, একদিন বা একমাস ব্যবসা করার জায়গা পুঁজিবাজার নয়। এখানে দীর্ঘদিন লেগে থাকতে হয়। শিকারি যেমন বড়শি ফেলে অপেক্ষা করেন, ঠিক তাই। এ কারণ প্রয়োজননীয় ধৈর্য ও সময় না থাকলে পুঁজিবাজারে না আসাই ভালো।