দেশের পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে উত্থানের পর চতুর্থ কর্মদিবসে আবারও দরপতন হয়েছে। গতকাল বুধবার সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।
ফলে মঙ্গলবার উত্থানের পর পুঁজিবাজারে আবারও দরপতন হলো। এর আগে নতুন অর্থবছরের প্রথম ও দ্বিতীয় কর্মদিবস (রবি ও সোমবার) দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছিল।
বুধবার সূচক বৃদ্ধির মধ্যদিয়ে লেনদেন শুরু হলেও মাত্র আধা ঘণ্টার পর থেকে শেয়ার কেনার চেয়ে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাহিদা বেশি ছিল। ফলে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬ পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২০ পয়েন্ট।
বুধবার ডিএসইতে ৩৮১টি প্রতিষ্ঠানের ২৪ কোটি ৮৫ লাখ ৮৫ হাজার ৪৫টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এর মধ্যে ১৬০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৫৯টির, আর অপরিবর্তিত রয়েছে ৬৩টির দাম।
ঈদের আগে কিছুটা মুনফা তোলার প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে থাকতে পারে। তবে এতে তারা কতটা সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন, সেটি ভাবনার বিষয়। সব মিলিয়ে একদিন পরই সূচকের এমন পিছুটান তাদের মধ্যে হতাশা সৃষ্টি করতে পারে।