Stock Market Journal

একদিনেই ১ লাখ মাস্ক বিক্রি করল বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক:

বিশ্বজুড়ে দিন দিন আরো ভয়ানক রুপ ধারণ করছে নভেল করোনাভাইরাস। সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে অনেক দেশ। তবে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মাস্কের কোনো বিকল্প নেই। আর এমন পরিস্থিতিতে এক দিনেই নিজেদের ক্লাবের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে ১ লাখ মাস্ক বিক্রি করলো বায়ার্ন মিউনিখ। অবশ্য মাস্ক বিক্রয়ের গোটা টাকাই দেওয়া হবে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নামা সংস্থাগুলোকে।

অ্যালিয়েঞ্জ অ্যারেনার দুই তারকা জশুয়া কিমিচ ও লিওন গোরেৎজকার পরিকল্পনাতে ক্লাব সমর্থকদের কাছে মাস্ক বিক্রি করে বায়ার্ন।

মাস্কগুলো তৈরি হয়েছে বায়ার্নের স্কার্ফ (উত্তরীয়) থেকে। যেসব স্কার্ফ বিতরণ করার পরিকল্পনা ছিল চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে দ্বিতীয় লেগের সময়। বায়ার্নের মাস্ক শিশুদের জন্য বিক্রি করা হয়েছে ৫.৯৫ ইউরোয় (বাংলাদেশি মুদ্রায়  প্রায় ৫৪৭ টাকা)। আর বড়দের জন্য প্রতিটি মাস্কের দাম রাখা হয়েছে ৬.৯৫ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৩৯ টাকা )।

এসএমজে /২৪/বা