Stock Market Journal

একই ফেসভ্যালুতে সব শেয়ার কতটা যুক্তিসঙ্গত?

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বর্তমান নেতৃত্ব গঠন হওয়ার পর বেশকিছু ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সুফলও দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে। তাই বর্তমান কমিশনের প্রতি প্রত্যাশা সৃষ্টি হয়েছে বিনিয়োগকারীদের। এই প্রত্যাশার রেশ ধরেই আরও একটি বিষয় সামনে চলে আসে। সেটি হচ্ছে, সব কোম্পানির শেয়ারের একই ফেসভ্যালু। এটি একটি প্রশ্নবিদ্ধ বিষয়। কারণ ২০ কোটি টাকা পরিশোধিত মূলধনের কোম্পানি আর ২শ কোটি টাকা পরিশোধিত মূলধনী কোম্পানির শেয়ারের ফেসভ্যালু কী করে এক হয়? এর মধ্য দিয়ে কোম্পানি বাছাইয়ের ক্ষেত্রে বিনিয়োগকারীদের বিভ্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

একই বিষয় নিয়ে আমরা বারবার লিখছি এ কারণে যাতে বিষয়টি সংশ্লিষ্টদের দৃষ্টিতে আসে। আর এর মাধ্যমে কার্যকর কিছু হলে লাভবান হবেন বিনিয়োগকারীরা। মজবুত হবে পুঁজিবাজারের ভিত্তি। এমনিতেই আমাদের দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানির তথ্য উপাত্ত অনেক সময় ঠিক থাকে না। এবিষয়ে বিনিয়োগকারীদের অভিযোগও দেখা যায়। সেখানে ফেসভ্যালুর মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে যদি বিভ্রান্তি থাকে তাহলে কোম্পানির চিত্র বোঝাটা আরও কঠিন হয়ে ওঠে।