Stock Market Journal

ঋণ নিয়ে মেশিন আমদানি করবে দেশ গার্মেন্টস

এজএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ ব্যাংর ঋণ নিয়ে নতুন স্বয়ংক্রিয় সেলাই মেশিন আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন স্বয়ংক্রিয় সেলাই মেশিন আমদানীবাবদ কোম্পানিটি ১ কোটি ৫ লাখ টাকা অনুমোদন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন স্বয়ংক্রিয় সেলাই মেশিনের মাধ্যমে কোম্পানিটি বিদ্যমান প্রোডাকশন ফ্লোরের আরেকটি লাইনে উৎপাদন বাড়াবে। এই প্রকল্পে কোম্পানিটি ১ কোটি ৫ লাখ টাকা বিনিয়োগ করবে। নতুন এই প্রকল্পে অর্থায়নের সম্পূর্ণ টাকা যমুনা ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে।

উল্লেখ্য যে, ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষনা করেছে।

এসএমজে/২৪/বা