Stock Market Journal

উৎপাদনে নেই, এমন কোম্পানির দরবৃদ্ধি ভালো লক্ষণ নয়

দেশের পুঁজিবাজারে সূচক বাড়ছে, লেনদেন বাড়ছে। এই বাড়াটা প্রত্যাশিতই ছিল। গত দশ বছরে যদি বাজারে সঠিকভাবে ধারাবাহিকতা থাকত তা হলে বাজার এর চেয়েও বেশি উচ্চতায় যেতে পারত। সেটি কিন্তু হয়নি। যে কারণে মনে হতে পারে বাজার বোধ হয় একটু বেশি গতিতে এগোচ্ছে।

বাজারের অগ্রসরতাকে আমরা কীভাবে দেখবো? এর মাপকাঠি কী? এক কথায় উত্তর দেওয়া কঠিন। আবার উত্তর দেওয়াটাও কতটা যৌক্তিক হবে সেটিও ভেবে দেখা দরকার। পুঁজিবাজার ভালো হওয়া মানে অর্থনীতির ভালো হওয়া, উৎপাদনের ভালো হওয়া। সেটি হচ্ছে কী? দেখা যাচ্ছে উৎপাদনে নেই এমন কোম্পানির শেয়ার দরও বাড়ছে। কিসের ভিত্তিতে এটি হচ্ছে, ভেবে দেখা দরকার।

পুঁজিবাজার তখনই ভালো যখন উৎপাদন ও অর্থনীতির সঠিক চিত্র থাকে। সে ক্ষেত্রে বাজার উঠতেও পারে পড়তেও পারে। আর সেসব বিষয় দেখে শুনেই বিনিয়োগকারীরা পদক্ষেপ নেবেন। যেনতেনভাবে কার্যকারণ ছাড়া শেয়ার দর বাড়ার মধ্য দিয়ে বাজারের ভালো লক্ষণ ফুটে উঠে না। এ বিষয়টি মাথায় নেওয়া খুবই দরকার। এর দায় বিনিয়োগকারীও এড়াতে পারেন না। এ ক্ষেত্রে সবারই ভেবে দেখা প্রয়োজন।