Stock Market Journal

উন্নত পুঁজিবাজার গড়তে হলে সৎ নেতৃত্ব প্রয়োজন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। শুধু বাংলাদেশেই নয় বিশ্বের পরিপ্রেক্ষিতেও তার মতো সৎ নেতৃত্ব বিরল। তিনি জেল খেটেছেন, পরিবার, সন্তানদের কথা না ভেবে সারা জীবন বাঙালির মুক্তির জন্য সততার সঙ্গে কাজ করেছেন বলেই বাংলাদেশের স্বাধীনতা সম্ভব হয়েছে। একই সঙ্গে একটি সততার দৃষ্টান্ত স্থাপন হয়েছে। কিন্তু স্বাধীনতার পঞ্চাশ বছর অতিক্রম করলেও আমরা সর্বক্ষেত্রে সততার ধারাবাহিকতা রক্ষ করতে পারিনি। এ কারণে আমাদের অগ্রগতি নানাভাবে ব্যাহত হয়েছে। আমাদের দেশের পুঁজিবাজারেও বিষয়টি দৃশ্যমান। এখানে নেতৃত্বে যারা এসেছেন, তাদের সততা অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়েছে। ফলে এর নেতিবাচক প্রভাব নিয়েই চলছে পুঁজিবাজার।

আমরা মনে করি এদেশের সাধারণ মানুষ খুবই সৎ এবং আন্তরিক। তাদের দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্ন করা চলে না। এটি বারবার আন্দোলন-সংগ্রাম, দুর্যোগ-বিপাকে প্রমাণিত বিষয়। কিন্তু কতিপয় অসাধু লোকের দৌরাত্ম্য স্বাধীনতার সময় ছিলো এখনও রয়ে গেছে। এ কারণে এখনও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হয়নি। আজকে পুঁজিবাজারে যে সংকট চলছে, তার সবটাই অর্থনীতির কারণে নয়, নেতৃত্বে সততার অভাবও রয়েছে। এখানে যারা দায়িত্ব পালন করে আসছেন, তারা সবাই সৎ, এটি বলা যাচ্ছে না। তাই একটি উন্নত পুঁজিবাজার গড়তে হলে সৎ নেতৃত্বের বিকল্প নেই।