Stock Market Journal

উন্নত পুঁজিবাজারের পূর্বশর্ত সঠিক ব্যবস্থাপনা

দেশের অর্থনীতির বিকাশ আর পুঁজিবাজারের বিকাশ প্রায় সমার্থক। দুটি বিষয়েই ব্যবস্থাপনা সঠিক হওয়া কাম্য। বিশেষ করে পুঁজিবাজারের ব্যবস্থাপনা সঠিক না হলে কোনোভাবেই উন্নতি সম্ভব নয়। আমাদের সামনে অনেক উদাহরণ রয়েছে। দেশের আর্থিক খাতে অনেক প্রতিষ্ঠান ব্যবস্থাপনার দুর্বলতা নিয়ে ধুঁকছে। এসব থেকে শিক্ষা নেওয়া দরকার। আর সেই শিক্ষা কাজে লাগানো দরকার পুঁজিবাজারের ক্ষেত্রে। এখানে ব্যবস্থাপনা সঠিকভাবে হচ্ছে কিনা এটি খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ।

বিনিয়োগকারী আর তালিকাভুক্ত কোম্পানির মধ্যে ন্যায্যতা রয়েছে কিনা সে বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন। কোনো পক্ষ যাতে অন্যায়ের শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। আর এই কাজটি করার জন্যই সঠিক ব্যবস্থাপনা বা তদারকি দরকার। এছাড়া পুঁজিবাজারে আরও নানা ধরনের পক্ষ রয়েছে। সবপক্ষ সঠিক উপায়ে বাজারে ভূমিকা পালন করছে কিনা, তাও দেখার কাজ করতে হবে ব্যবস্থাপনার মধ্য দিয়েই। ফলে একটি সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হলে নীতিনির্ধারকদের সততা আন্তরিকতাও প্রয়োজন। এটি না থাকলে অনেক ভালো উদ্যোগও ভেস্তে যেতে পারে। এমন ধরনের উদাহরণ আমাদের পুঁজিবাজারে প্রচুর রয়েছে। এর থেকে বের হওয়াটাই পুঁজিবাজারের জন্য মঙ্গল।