Stock Market Journal

ঈদের পর প্রথম কার্যদিবসের পুঁজিবাজার আশাব্যঞ্জক  নয়

কোরবানি ঈদের টানা চার দিন ছুটির পর গতকাল মঙ্গলবার পুঁজিবাজারে প্রথম কর্মদিবসের লেনদেন হয়ে গেলো। এ দিন বাজার অনেকটাই গতিহীন মনে হয়েছে। কমেছে সূচক, লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এদিন সাধারণ দিনের চেয়ে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি কম ছিল। যারা ছিলেন তাদের মধ্যে বিক্রেতার সংখ্যাই বেশি। ফলে সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দিনের লেনদেন।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৬৪ পয়েন্ট।

ঈদ পরবর্তী গতকাল প্রথম লেনদেন হয়েছে। বিনিয়োগকারীরা বেশির ভাগই রয়েছে কোরবানিকে কেন্দ্র করে। তাদের ঈদ শেষ হলেও এখনো আমেজ শেষ হয়নি। ফলে এর প্রভাব দেখা গেছে পুঁজিবাজারে।

মঙ্গলবার ডিএসইতে ৩৭১টি প্রতিষ্ঠানের ১৮ কোটি ৯০ লাখ ৭৮ হাজার ৫১৫টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এর মধ্যে ১২৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২০৯টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৪টির দাম।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১১ দশমিক ৪৭ পয়েন্ট কমে ৬ হাজার ৩৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ২ দশমিক ২৬ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ৯ পয়েন্ট। এতে বাজার নিয়ে কিছুটা হতাশা থাকাটা স্বাভাবিক।