Stock Market Journal

ঈদের ছুটির পর দরপতন বিনিয়োগকারীদের শঙ্কা বাড়াচ্ছে

ঈদুল আজহার আগে পুঁজিবাজারে টানা ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মিললেও ঈদের পর টানা দরপতন দেখা যাচ্ছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক কমেছে। এর মাধ্যমে ঈদের পর দুই কার্যদিবসেই বাজারে দরপতন হলো।

মূল্যসূচক কমার পাশাপাশি দুই বাজারেই কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম। তবে লেনদেনের পরিমাণ বেড়েছে। ঈদের পর শেয়ারবাজারে দপতন হলেও ঈদের আগে টানা চার কার্যদিবস মূল্যসূচক ঊর্ধ্বমুখী ছিল। ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবস রোববার মূল্যসূচকের সঙ্গে কমে লেনদেনের পরিমাণ।

আর সোমবার লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখীতা দেখা দিলেও শেষ পর্যন্ত সবকটি সূচক কমে লেনদেন শেষ হয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে। বিপরীতে ১৪৬টির দাম কমেছে। আর ১৭৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে ৬ হাজার ৩৩১ পয়েন্টে অবস্থান করছে। এটি বিনিয়োগকারীদের শঙ্কা বাড়াবে বলে মনে হয়।